সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হামিদিয়া জুটমিলে দেয়াল চাপা পড়ে শ্রমিক আবুল কাসেম (৪৫) মারা গেছে। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর চৌমহনী গ্রামের কালু বারীর ছেলে।
শনিবার সন্ধ্যার কিছু পরে ঘটনাটি ঘটে জুটমিল অভ্যন্তরে ডাকাতিয়া নদীর পাড়ে। প্রত্যক্ষদর্শীরা সহিদসহ অন্য শ্রমিকরা জানান, জুট মিলটির ডাকাতিয়া নদীর পাড়ের পুরাতল দেয়াল ভাঙ্গার সময় দেযাল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম। দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান,লাশ উদ্ধারসহ সুরতহাল তৈরির জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে।