Goodman Travels

হবিগঞ্জ জেলা পূজামণ্ডব পরিদর্শনে করেছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি

 হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ শহরে বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডব পরিদর্শন করেন, ঘুমধুম পুলিশ সুপার এসএম মুরাদ আলি মঙ্গলবার ( ১২ অক্টোবর ) রাত ৮টার দিকে বাজার সংলগ্ন হিন্দু পাড়ার সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডব পরিদর্শনে করেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল সদর, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাসুক আলী, এসময় হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম পূজা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও উপস্হিত ছিলেন।

গত সোমবার থেকে ধূপ, উলুধ্বনি মধ্যে দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। দুর্গা উৎসব উপলক্ষে এই দিনে সারা দেশের ন্যায় তুমব্রুতে ভক্ত ও পূজারিদের পদচারণায় ছিল মুখরিত। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

দুর্গাপূজাকে আনন্দ মুখর করে তুলতে তুমব্রু পূজা মণ্ডপকে বর্ণাঢ্য সাঁজে সাজাঁনো হয়েছে।

আগামী শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দুধর্মাবলম্বীদের এই শারদীয় দুর্গাপূজা। পূজামন্ডব পরিদর্শনকালে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আর্দশ নিয়েই রাষ্ট্র পরিচালনা করেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সাম্প্রাদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে।

সর্বজীবের মঙ্গলার্থে তুমব্রু তথা ঘুমধুম ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসব মুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিব ছর উদযাপন করে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানের ন্যায় পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতেরও সব রকম ব্যবস্হা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে উৎসব-সংশ্লিষ্ট বিষয়গুলো সীমিত পরিসরে রাখতে ভক্তদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।