Goodman Travels

হবিগঞ্জে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সম্প্রীতি মানববন্ধন

 হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ সারাদেশে সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের উদ্ধোগে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়। রবিবার ২৪ অক্টোবর সকালে হবিগঞ্জ ২৫০ শর্যা আধুনিক সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদর হাসপাতালের ডাক্তার নার্সসহ বিভিন্ন সেবাদানকারী এ সম্প্রীতি বজায় রাখার মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মমিন উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, মানুষের জীবনমান, দেশের উন্নয়ন এবং শান্তি শৃংখলা রক্ষার জন্য নিজেদের মধ্যে সম্প্রীতির বিকল্প নাই। কাজেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতির মিলবন্ধন তৈরী করতে হবে