Goodman Travels

হবিগঞ্জে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যুঃ সনাক্তেও রেকর্ড

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। রোববার সকাল থেকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গত ২৪ ঘন্টায় ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন জানান, মৃতদের মধ্যে নাজিম (৪০), আলিফ চান (৭০) ও জহুরা (৪৫) করোনা পজেটিভ ছিলেন। আর আহাদ মিয়া (৫৫) নামের আরও একজন সাসপেক্টেড (সন্দেহভাজন) ছিলেন। তার রিপোর্ট এখনও আসেনি।

হাসপাতালে করোনা পজেটিভ ভর্তি রয়েছেন ২৬ জন এবং সাসপেক্টেড ভর্তি রয়েছেন আরও ৩২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার জেলা থেকে মোট ৭৯২টি নমুনা পরিক্ষার জন্য সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছিল। পরীক্ষার পর ৩৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়।

এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৫৭, চুনারুঘাটে ৬৪, লাখাই ২, বাহুবল ৯, বানিয়াচং ২৩, নবীগঞ্জ ৪১, মাধবপুর ৪৯ ও আজমিরীগঞ্জে ৩ জন।