Goodman Travels

সিরাজগঞ্জে হার্ড পয়েন্টে দুইটি বইয়ের ‘মুজিব দর্শন’ ভাস্কর্য, উন্মোচন

শাজিদুল ইসলাম শামীম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনার নদীর পারে হার্ড পয়েন্টে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইটি বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ ভাস্কর্য। ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে দুই বইয়ের আদলে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি। যমুনার হার্ড পয়েন্টে স্থাপিত ভার্স্কযটি রোববার বেলা ১১টার দিকে উন্মোচন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলমসহ অনেকে। পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা পানি উন্নয়ন বোর্ড ভাস্কর্যটি তৈরি করেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকা অনেক সুন্দর। আমাদের তত্ত্বাবধানে হার্ড পয়েন্টের নিরাপত্তা দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারি তৈরি হয়েছে অনেক আগেই। এখন যোগ হয়েছে ‘মুজিব দর্শন’ নামের ভাস্কর্য। বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটি ইতিহাস। আর অজানা ইতিহাস জানার আগ্রহ তৈরি করতেই এই ভাস্কর্য।’