Goodman Travels

মানবিক নার্স নেতা সাদেকের সাথে হালিমা আক্তারের সৌজন্য সাক্ষাত

বিশেষ প্রতিনিধিঃ সময়ের সাহসী, ত্যাগী ও মানবিক নার্স নেতা বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরায়েল আলী সাদেক খান মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা নার্সিং কলেজের প্রিন্সিপাল হালিমা আক্তারের সাথে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)সকালে ঢাকা নার্সিং কলেজে অধ্যক্ষকের কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ হয় এসময় নার্সিং শিক্ষা ও নার্স পেশার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ইমরানুল হক হিমেল সাবেক সভাপতি বিবিজিএসএনএ, রুমান হোসেন দপ্তর সম্পাদক বিবিজিএসএনএ,আল আমিন খান প্রচার সম্পাদক।

উল্লেখ্য নার্সিং পেশায় ইসরায়েল আলী সাদেক খান একজন ত্যাগী ও মানবিক নেতা হিসেবে সব সময় অবহেলিত ও নিপীড়িত নার্সদের পাশে দাঁড়িয়েছেন।