Goodman Travels

ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া প্রতিনিধি:-বর্তমান ক‌রোনা কালীন মহামারী থে‌কে মু‌ক্তি ও দে‌শের সা‌র্বিক কল্যাণ কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ভেড়ামারা উপ‌জেলা প্রেসক্লা‌ব।

বৃহস্পতিবার অায়োজিত অনুষ্ঠানে ক্লাবের সর্বস্তরের সাংবাদিকরা অংশনেয়। ‌ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নানের সভাপ‌তি‌ত্বে এ আয়োজ‌নে উপ‌স্থিত ছি‌লেন ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, দৌলতপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি এ্যাড. এ জি এম মন্টু, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক অালহাজ্ব আনসারুল হক, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক শাহ্ জামাল, দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক মোঃ নোমান জহির রাজা, দি টিচার পত্রিকার সাংবাদিক মাহামুদুল্লাহ সোহেল, দৈ‌নিক খোলা কাগ‌জের ভেড়ামারা প্র‌তি‌নি‌ধি এস এম আবু ওবাইদা আল মাহাদী, দৈ‌নিক দে‌শেরবানী প‌ত্রিকার মোঃ জা‌হিদ, দৈ‌নিক স‌রেজ‌মিন প‌ত্রিকার মোঃ মিলন আলী, গ্রামীন নিউজ’র এসএম রওনক, দৈনিক জগরন পত্রিকার জেলা প্রতিনিধি এম এ কুদ্দুস, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক জহিরুল কবীর নবীন, দৈনিক স্বাধীনতা পত্রিকার সহ সম্পাদক মো: উজ্জ্বল হোসেন, ষ্টাফ রিপোর্টার রিপন অাহমেদ , সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক ইয়ামিন, জাকির হোসাইন মেম্বার, মেঘলা ইসলাম, প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।