প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২১, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বিলম্বে হলেও আজ ২১ ফেব্রুয়ারী রবিবার সকালে মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঈশ্বরদী উপজেলা প্রশাসননর প্রকৌশল বিভাগ।
প্রায ১ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয ২০১৮ সালে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৪ জুলাই ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করলেও দির্ঘ ২বছর ৭ মাস পরে গতকাল মুক্তিযোদ্ধা সংসদের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। হস্তান্তর করেন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির।