Goodman Travels

বক্তারপুর চাইনিজ ফুটবল টুণামেন্ট ২০২১

বিশেষ প্রতিনিধি: গত কাল  বৃহস্পতিবার বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাব দাশুড়িয়া ও আওতাপাড়া ইয়াং স্টার ক্লাব মধ্য কার ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন লুৎফর মাষ্টার ও প্রভাষক শিপন. সামছুল হক (সানা)।

এছাড়া ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক ক্লাব এর সভাপতি মোঃ খমিন প্রাং সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, মোঃ রন্জু, মোঃ পিয়ার আলী, মোঃরুমন,মোঃ এসকেন আলী,মোঃ তাইজাল আরো অনেকেই উপস্হিত ছিলেন টিম ম্যানেজার এম আক্তার খান শুভ,বাদশা,রানা,সজীব,সাদ্দাম,শাকিব ও আরো অনেকেই।