Goodman Travels

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ইয়াছিন আলী শেখ বিশেষ প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান বিজয়। অপর নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া অভিমুখী একটি মোটরসাইকেল তরমুজ বোঝাই একটি ট্রাককে রং সাইড দিয়ে অতিক্রম করলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় মোটরসাইকেল আরোহী এক শিশু আহত হয়। পরে ট্র্রাকটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এসময় ট্রাকে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সার্নাল জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে নিহতদের মরদেহ এবং দূর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।