সোহাঈদ খান জিয়া,চাঁদপুর।। শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রাম থেকে ধর্ষণ মামলার আসামিকে আটক করে পুলিশ। জানাযায়, পশ্চিম সকদী গ্রামের মোঃ রাজ্জাক তালুকদারের ছেলে রাসেল তালুকদার একই এলাকার এক মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এমামলায় ধর্ষক রাসেল তালুকদারকে সাহেব বাজার রাস্তার মাথা ( খালেক সর্দার বাড়ি) থেকে এস আই শাহজাহান আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।