Goodman Travels

পশ্চিম সকদীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

সোহাঈদ খান জিয়া,চাঁদপুর জেলা প্রতিনিধি।। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের খালেক সর্দার বাড়ির পূর্ব পাশে সিআইপি বেড়িবাঁধ সংলগ্ন এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, গত ২০ মে দুপুরে কিশোরী থালা ভাসন মাঝে। এসময় পাশের ঘরের সাকিল (১৮) এসে বলে তোমার বড় বোন ফোন করেছে ঘরে মোবাইল বাজে। কিশোরী সাকিলের কথা শুনে ঘরে বোনের ফোন ধরার জন্য যায় । পেছন দিয়ে এসে সাকিল ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। অনেক ধস্তাধস্তি করে এবং তার পরহিত জামা চিরে ফেলে।এসময় কিশোরী ডাক চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এঘটনা কাউকে জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে তার নিকট আত্মীয় থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনার ৪/৫ দিন হলেও তা সমাধান হয়নি। কিশোরীর মা জানান,এঘটনায় তার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।এমনকি সে আত্ম হত্যার চেষ্টা করে। আমরা গরীব মানুষ বলে আমরা বিচার পাইনি। আমাদের গরীবের জন্য বিচার নেই। আল্লাহ এর বিচার করবেন।