Goodman Travels

‘নিস্তব্ধতায়’ কবিতাটা লিখেছেন মহসিনা তানজিন অনন্যা

নিস্তব্ধতায়
মহসিনা তানজিন অনন্যা
কিছু রাত এমনও হয়
আঁখি পল্লবে ঘুমের মেলা
তবে ঘুম যেন ধরা দেয় না
লুকোচুরি খেলে রাতের সাথে আনমনে।
ঘোর চিন্তারা বাসা বাঁধে
এ যেন কালো রাত
কালো শাড়ি পরনে
শেষ হয়েও হয় না শেষ নিস্তব্ধতায়।
আলোহীন পথে আলোর দেখা পেতে
এ যেন অবিরাম অন্তহীন চলা
নির্ভয়ে জয় করা তিমির অন্ধকার
শুনাবো না হয় নির্জন দুপুরে।
হৃদকম্পনে স্পন্দিত সেই কথা কাব্য
রোমাঞ্চকর থেকে শিহরিত
আবছা আলোয় যদিও অগোছালো।
স্মৃতির স্পর্শে প্রাণবন্ত হবে
যা ছিলো আবদ্ধ মায়াজালে
নিশ্চয়ই শোনাবো তোমায়
আদর মাখা কোন এক মধুর ক্ষনে।