বিশেষ প্রতিনিধি: আজ বুধবার সকালে নৌকা প্রতিকের নব নির্বাচিত মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় করে।
মতবিনিময় সভায় ঈশ্বরদী পৌরসভার নব নির্বাচিত ৯টি ওয়ার্ডের কাউন্সিলর সহ আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃরশিদুল্লাহ,আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুল লতিফ মিন্টু, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।
নব নির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা সাংবাদিকদের সরাসরি প্রশ্ন উত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ঈশ্বরদী পৌর সভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা বাজ মুক্ত পৌর এলাকা গড়ে তুলতে চান। এছাড়া ক্রীড়া,সাংস্কৃতিক ও বিনোদনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে বক্তব্যে বলেন।
সর্বপরি বিগত ১৬ জানুয়ারীর নির্বাচনে সাংবাদিকদের সজাগ ও সচেতন মূলক কর্মকাণ্ডের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।