Goodman Travels

টুবগিতে চাঁদার দাবিতে এম টি বি ব্রিক ফিল্ড আবারো বন্ধ করে দেয়

সোহাঈদ খান জিয়া,চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার টুবগিতে চাঁদার দাবিতে আবারো ব্রিক ফিল্ড বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, আজ শুক্রবার স্থানীয় শুক্কুর খান, বোরহান ও আলাউদ্দীন তাদের দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়া ও জমির মালিকের সাথে দ্বন্দ্বের সূত্র ধরে ব্রিক ফিল্ডে গিয়ে ইট ডেলিভারি বন্ধ করে দেয়।

স্থানীয় লোকজন এগিয়ে আসলে ও ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়না। চলতি বছর চাঁদা না পেয়ে তাঁরা ব্রিক ফিল্ডে হামলা করে ও ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়। এনিয়ে ব্রিক ফিল্ড মালিক তাজউদ্দিন আহমেদ মামলা দায়ের করেন। জামিনে এসে তাঁরা ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে আগুন লাগিয়ে দেয় ও হামলা করে।

এব্যাপারে ব্রিক ফিল্ডের মালিক তাজউদ্দিন আহমেদ বলেন, শুক্কুর খান, বোরহান ও আলাউদ্দীন, আমার ব্রিক ফিল্ডে আজকেসহ ৩ বার হামলা করে। আজ আমার ব্রিক ফিল্ড থেকে ইট ডেলিভারি করতে দেয় না।ব্রিক ফ্লিড হতে ইট নিয়ে গাড়ি বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এরা আমার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এমনকি তাদের সাথে জমির মালিকের সাথে সমস্যা হয়েছে।

সবকিছু মিলে আমার উপর তাঁরা জুলুম করে আসছে। আমি প্রশাসনের আশু হস্ত ক্ষেপ কামনা করছি।