Goodman Travels

জীবনের জন্য মানবিক সংস্থার ফ্রী মেডিক্যাল ক্যাম্প

 বিশেষ প্রতিনিধি: “জীবনের জন্য”-মানবিক সহায়ক সংস্থা গত এক বছর ধরে গরিব ও অসহায় মানুষদের জন্য নানা রকম কার্যক্রম করে আসছিল। ০২/০১/২০২১ইং শনিবার “জীবনের জন্য”- মানবিক সহায়তা সংস্থার উদ্যোগে দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য সেবা কর্মসুচীর আয়োজন করে।
সেবা সমূহ ছিল রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিক পরীহ্মা, বিপি পরীহ্মা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দাড়া প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
উক্ত মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার এবং সভাপতিত্ব করেন জীবনের জন্য- মানবিক সয়হাতা সংস্থার সভাপতি হোসাইন আহমেদ । আপনরা সবাই দোয়া ও সাহায্য-সহযোগিতা করবেন, আমরা যেন “জীবনের জন্য”- মানবিক সয়হাতা সংস্থার হাত ধরে সামনের দিকে আগাতে পারি।