Goodman Travels

জাতীয় ফুটবল দলে ডাক পেলেন ঈশ্বরদীর সেহরান 

বিশেষ প্রতিনিধিঃ ঈশ্বরদীর সন্তান কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান সেহরান কিরগিজস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য জাতীয় ফুটবল দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এরপর থেকেই সেহরানের জন্মস্থান ঈশ্বরদীর পাকশীর খান মঞ্জিল ও তার ঢাকার বনানীর বাসায় এখন যেন ঈদের আনন্দ।

সেহরানের বাবা আকরাম আলী খান সঞ্জু ও মা তানিয়া খাতুন বনানীতে থাকেন। আকরাম-তানিয়া দম্পতির দুই সন্তানই (ছেলে) দেশের বাইরে থেকে পড়াশোনা করে। বড় ছেলে সেহরান কানাডায়, ছোট ছেলে রাফসানি ওয়াহেদ খান সায়ের যুক্তরাষ্ট্রে।

দুই ভাই দুই দেশেই ফুটবল খেলেন। বড় ভাই সেহরান স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টেই লাল-সবুজ জার্সি গায়ে অভিষেক হতে পারে তার।

কোচ জেমি ডে’র পছন্দমতো দুই প্রবাসী ফুটবলার কানাডার সেহরান ও ফ্রান্সের নায়েব তাহমিদ ইসলামের সঙ্গে বেশ কিছুদিন আগে থেকেই যোগাযোগ চালিয়ে যাচ্ছিল বাফুফে।
সেহরান জানান বাফুফে যোগাযোগ শুরুর পরই আমাকে আভাস দিয়েছিল । ২৩ আগস্ট চিঠি পাওয়ার পর আমি নিশ্চিত হয়েছি।
কানাডায় স্পোর্টস অ্যান্ড অ্যাডুকেশনের ওপর স্কলারশিপ নিয়ে পড়াশুনার পাশপাশি একটি চাকুরিও করতেন সেহরান। জাতীয় দলে ডাক পাওয়ার পর দিনই চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন।