Goodman Travels

চাঁদপুরে মাদকসহ দুই আটক

সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি।। ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম গাঁজাসহ শরীফ (৩২) ও মুন্না গাজী (৩৫) নামে দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় ব্রিজের নীচে নুরে বাগদাদ নামে একটি বালুবাহী বাল্কহেড থেকে তাদের আটক করা হয়। আটক যুবকদের বাড়ী শহরের স্ট্যান্ড রোড ও লঞ্চঘাট এলাকায়। কোস্টগার্ড জানায়, আটক দুই যুবককে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।