Goodman Travels

গৃহবধূ রিতা হত্যাকান্ডে জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ

বিশেষ প্রতিনিধিঃ ঈশ্বরদী মশুড়িয়াপাড়ায় মুক্তি খাতুন রিতা (২৭) নামের গৃহবধূ হত্যাকান্ডে জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।আজ শুক্রবার সকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তের স্বার্থে আসামীদের নাম এবং প্রকৃত ঘটনা পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গতকাল বৃহস্প্রতিবার বেলা ১২ টার দিকে এই হত্যাকান্ড সংঘঠিত হওয়ার পর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই গভীর রাতে আসামীদের গ্রেফতার ও হত্যারহস্য উদঘাটনে সমর্থ হয়েছে পুলিশ । হত্যাকান্ডে আরো আসামী গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি দেয়ার নামে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে পুলিশ সূত্র জানা গেছে। নিহত গৃহবধুর স্বামী বায়োজিদ সারোয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করলেও তার স্ত্রীর নিহত গৃহবধূ মুক্তি খাতুন রিতার মাধ্যমে চাকরি প্রার্থী যোগাড় ও টাকা লেনদেন হতো বলে এই সূত্র নিশ্চিত করে।