Goodman Travels

ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ

বিশেষ প্রতিনিধি: দুদিন পর ঈদুল ফিতর। কিন্তু করোনাভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ। দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ।

এ অবস্থায় ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের সদস্যদের উদ্যোগে কিছু অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১মে) রাতে বাসায় বাসায় গিয়ে ঈদ সামগ্রী পোঁছে দেন ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের সদস্যগণ।

ঈদ উপহারের প্রতিটি ব্যাগে ছিল চাউল, তেল, চিনি, সেমাই, প্যাকেটজাত দুধ,আটা, লবণ,কিসমিস, ডাউল ও প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী। ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের সদস্যগণ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে সবাই সবার নিজ নিজ স্থান হতে যতটুকু সম্ভব মানবতার কল্যাণে দেশের এই ক্লান্তিকাল সময়ে অসহায়দের সাহায্য করুন।

রক্তের প্রয়োজন যোগাযোগঃ ০১৭২৬-৬৪১২২৭ ০১৭৬৫-৪৪০৮৪১ ০১৮২১-৮৯৭৯৬১ ০১৫৭১-৩১৬১৩৭