Goodman Travels

ঈশ্বরদী ও আটঘরিয়া বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস

এস এম রিমন হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

পাবনা ৪ আসনের এমপির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস  ঈশ্বরদী ও আটঘরিয়া বাসীকে কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে এক শুভেচ্ছা বার্তায় এমপি বলেন,নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব গ্লানি।

তিনি বলেন,মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে আসুন আমারা নতুন বছরকে স্বাগত জানাই।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’

আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।