Goodman Travels

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হাজেরা খাতুন হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ নবগঠিত ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানিকনগর হাজেরা খাতুন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর হাজেরা খাতুন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের সাথে ইফতার করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের সদস্য ও শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাদশা আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জিন্নাহ বিশ্বাস, নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম আব্দুল্লাহ্, সাধারন সম্পাদক রিংকু সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।