বিশেষ প্রতিনিধিঃ গতকাল সোমবার সকাল ১১টায় ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় ও সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে।
ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে বি.এস.আর.আই মহপরিচালক ও ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোঃ আমজাদ হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস, ঈশ্বরদী-আটঘরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, বি.এস.আর.আই পরিচালক ড. সমজিৎ কুমার পাল, বি.এস.আর.আই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবু তাহের সোহেল, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমূখ।
এত দিন কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
ইক্ষুগবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আনোয়ার।