Goodman Travels

ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবসে এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের পক্ষে পুষ্পস্তবক অর্পন

বিশেষ প্রতিনিধিঃ  স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঈশ্বরদীর আলহাজ্ব মোড় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করা হয়।

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবসে এমপি পুত্র, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮ টায় ঈশ্বরদী আলহাজ্ব মোড় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন পাবনা ৪ আসনের সাংসদ সদস্যের পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন নয়ন,যুবলীগ নেতা মিজান মালিথা, পাবনা জেলা ছাত্রলীগের সাবেকক সহ সম্পাদক সজিব মালিথা, ছাত্রনেতা আশিক হায়দার বিশাল প্রমুখ।

এর আগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।