Goodman Travels

ঈশ্বরদীতে বালুভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত 

বিশেষ প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বালুভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলায় এ ঘটনা ঘটে। নিহত পথচারী হামিজ উদ্দিন (৪৫) দাশুড়িয়া ডিগ্রিপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী কবির মাহমুদ জানান, পথচারী হামিজ উদ্দিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তেঁতুলতলা বড় পুকুর এলাকায় পাবনা অভিমুখী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক পিছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ড্রাম ট্রাকের সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহত হামিজ উদ্দিনের লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার এ সময় পালিয়ে যায়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।