Goodman Travels

ঈশ্বরদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

বিশেষ প্রতিনিধিঃ ঈশ্বরদীতে নুর আলী(২২) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। 
আজ মঙ্গলবার রাতে নুর আলী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত নুর আলী ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাঁড়া ঝাউদিয়া গ্রামের মসলেম মন্ডলের ছেলে।
ঈশ্বরদী থানায় খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে । পারিবারিক কলহের জেরে এই যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত নুর আলী সদ্যবিবাহিত এবং সে রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের রোসিম কোম্পানিতে চাকুরী করতো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দীন জানান, ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউ ডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে ।