Goodman Travels

ইসাবেলা নাট্য উৎসবে নাট্য নিকেতনের নাটক কিশোর ক্ষুদিরাম মঞ্চায়িত; দর্শক মুগ্ধ

শাজিদুল ইসলাম শামীম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ইসাবেলা নাট্য উৎসবে নাট্য নিকেতনের নাটক কিশোর ক্ষুদিরাম মঞ্চায়িত হয়েছে। দিলীপ গৌর এর রচনা ও নির্দেশনায় শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে এ নাটক মঞ্চায়িত হয়। নাটকে বিট্রিশ বিরোধী আন্দোলনের কথা তুরে ধরা হয়েছে। দেখানো হয়েছে এক কিশোরের দেশ প্রেম ও দেশের মানুষের প্রতি ভালোবাসার গল্প। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দোলা পরাজিত হবার পর ব্রিটিশরা দখল করে নেয় এদেশের রাষ্ট্রক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা দখল করার পর তারা এদেশের কৃষক, শ্রমিক এবং জনতার উপর চালায় বর্বর নির্যাতন। আর তখনই গুপ্ত সমিতি আনন্দ মুখোর হয়ে ভারতবর্ষ কে শৃঙ্খল মুক্ত করার জন্য দিক্ষিত হয় স্কুল পড়ুয়া এক কিশোর । কালক্রমে সেই কিশোর হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ। কিংস ফোর্ডকে হত্যার উদ্দেশ্য গুপ্ত সমিতির নির্দেশে ক্ষুদিরাম মেদেনীপুর থেকে মোজাফফপুর যায়। সেখানে তারা বোমা চার্জ করে কিংস ফোর্ড কে হত্যার উদ্দেশ্য। ভাগ্যক্রমে কিংস ফোর্ড বেচে গেলেও নিহত হয় দুই ব্রিটিশ নারী। এর পর পুলিশের হাতে দরা পড়ে ক্ষুদিরাম। বিচারের নামে চলে প্রহসন। বয়স বিবেচনা না করে শুধুমাত্র দেশ প্রেমিকদের দমনের জন্য ফাঁসি দেয়া হয় ক্ষুদিরামকে। ক্ষুদিরাম ফাঁসির আগে তার দিদি অপরুপা কে বলে যায় ক্ষুদিরাম হারাবে না ভারত বর্ষের ৩৩ কোটি ১২ লাখ মানুষের মাঝে সে বেচে থাকবে। কালে কালে যুগেযুগে ক্ষুদিরাম সাহস যোগাবে দেশ প্রেমিকদের। ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করছে সবুজ কানন স্কুলের দশম শ্রেণীর ছাত্র ইবনে আল রামিজ। এ সময় এই নাটকের কলা কৌশলিদের অভিনয় দেখে দর্শক মুগ্ধ হয়।