Goodman Travels

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন এমপি পুত্র যুবনেতা দোলন বিশ্বাস

এম রিমন হোসেন, বিশেষ প্রতিনিধিঃ পাবনা ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর একমাত্র পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের পক্ষে থেকে ঈশ্বরদী -আটঘরিয়া বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন- প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, দুঃখ, বেদনা, হিংসা বিদ্বেষ, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাঁচতে হবে আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়া এবং যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে ২০২১ নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।