Goodman Travels

আদিবাসী সম্মেলনের আহবায়ক কমিটি গঠিত 

বিশেষ প্রতিনিধি: গত ২০ জানুয়ারী জাতীয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আদিবাসী সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। 
ডমিনিক বিশ্বাস এর সভাপতিত্বে উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী ও উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দের সম্মতিতে সুশান্ত মন্ডারীকে আহবায়ক ও  ফ্রানসিস বিশ্বাসকে  সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক শ্যামল মুন্ডারী ও শ্রী ভবেশ মুন্ডারী
সদস্য শ্রী জয়রাম সাহনী, বুদু বিশ্বাস, মিলন মুন্ডারী , শ্রী ভাদু মন্ডল, শ্রী দীলিপ চৌধুরী (মাহাতো),।